মহারাজা হরেন্দ্রনারায়ন ( কোচবিহার) ও নাজির দেও খগেন্দ্রনারায়নের বিরোধ
কোচবিহারের মহারাজা হরেন্দ্রনারায়ন কর্তৃক লর্ড কর্ণওয়ালিস এর উদ্দেশ্যে লেখা অভিযোগ পত্র সন 1788/89. বাংলা ১১৯৪/৯৫,রাজশক ২৭৭/৭৮,তখনও লেখায় ফারসির যথেষ্ট প্রভাব।অপ্রাপ্তবয়স্ক বাংলা ভাষা।বড্ড টালমাটাল সে সময়? পলাশীর সংঘর্ষ, বক্সারের যুদ্ধের অবব্যহিত কাল। মোগল শক্তি অদৃশ্য।ইংরেজের রাজ শক্তি হিসেবে আত্মপ্রকাশ সম্পূর্ণ। কিন্তু ইংরেজ রাজশক্তির সম্পূর্ন প্রভাব বা বজ্রমুষ্টি তখনও বিস্তার লাভ করেনি। একটা সামগ্রিক অরাজকতার পরিস্থিতি।উত্তর পূর্বের রাজারা কার্যত স্বাধীন। কোচবিহার ১৭৭২ এর চুক্তি দ্বারা আবদ্ধ হলেও, কোচবিহারে তখনও ব্রিটিশ রাজ প্রভুত্ব চাপিয়ে দেয়নি। যা হয়েছিল ১৮১৫ সালের পর। ততদিন কোচবিহার রাজ সরকার প্রায় স্বাধীন ই ছিল বলা যায়? সমস্যাটা ছিল মূলত রাজস্বের ত্রিভাগা তত্ব সম্পর্কিত স্বার্থে র দন্দ্ব,এবং বোদা, পাটগ্রাম,পূর্ব্বভাগ চাকলার রাজস্বের অধিকার, এসব নিয়ে তৈরী হওয়া আর্থ রাজনৈতিক ক্ষমতার দন্দ্ব বা প্রাসাদ ষড়যন্ত্র। কখনও পুরুষানুক্রমিক উত্তরাধিকারের দাবী কখনো তার বিচ্যুতি? কোন রাজা, কোন কোন ইংরাজ কমিশনার মেনেছে নাজিরদেও, দেওয়ান দেও পুরুষানুক্রমিক পদ? আবার কোন রাজা,কোন ইংরাজ কমিশনার মানেননি বলেছেন ওরা রাজ কর্মচারী?যেমন মিঃ গুডল্যাডের সিদ্ধান্ত গুলি ছিল নাজির দেও খগেন্দ্রনারায়নের পক্ষে,তো পরের জন পিটার মূরের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ বিপরীত,রাজমাতা কামতেশ্বরী দেবীর পক্ষে। কখনও কেউ বলেছেন শিশু রাজার কালে নাজির দেও এর হাতে শাসন ক্ষমতা থাকা উচিত তো পরের জন মহারাজা ধৈর্যেন্দ্র নারায়নের বিতর্কিত ইচ্ছা পত্রর কথা শুনে বলেছেন রাজ মাতা কামতেশ্বরী দেবীকে, শিশু হরেন্দ্র নারায়নের অভিভাবক রুপে রাজ্য শাসনের অনুমতি দেন। আর সর্ব্বনন্দ গোসাই রাজমাতার দেওয়ান রুপে বকলমে রাজ্যশাসন করতেন। ক্ষমতার অপব্যবহার, তার উদ্দেশ্যমূলক ব্যবহার, ক্ষমতা প্রয়োগের পরিস্কার ব্যাখ্যার অভাব ,আখেরে এই প্যালেস ক্যু এর জন্মদাতা? একপক্ষে রানী মরিচমতী, নাজির দেও খগেন্দ্র নারায়ন, বীরেন্দ্র নারায়ন ,ভগবন্ত নারায়ন বৈকুন্ঠ নারায়ন বুল চন্দ্র বড়ূয়া, তার ছেলে বীর চাঁদ বড়ুয়া, দেওয়ান শ্যাম চন্দ্র, দূর্লভ রাম ঘোষ, গনেশ গীর ইত্যাদি, অপর পক্ষে মহারাজা হরেন্দ্র নারায়ন, রাজমাতা কামতেশ্বরী দেবী, দেওয়ান কাশিকান্ত লাহিড়ী, রাজগুরু সর্ব্বানন্দ গোঁসাই। তৃতীয় পক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, লেফট্যানেন্ট ডানকানসন, গুলাব সিং সুবাদার...।
শ্রীশ্রী সিব-
শরণং--
স্বস্তি প্রাতরূদীয়মানার্কমন্ডল..................... সাহেবের দৌলত জ্যাদা.... উকিলদিগের পুর্ব্ব আরজীতে গোচর হইয়াছেন নমকহারাম লোকে জেমত করিয়াছে তাহা কাহাতক লিখিব শ্রী খগেন্দ্রনারায়ন কুমর তাহার খুড়ি শ্রী মরিচমতী তাহার..................... সহিত থসলহত করিয়া পরগনে খুল্বা, পরগনে ভিতর বন্ধ, ও পরগনে গয়াবাড়ী....... সন্ন্যাসী আদি ও বরকন্দাজ খুল্বা মোকামে জমাইত করিয়া আমার দেহুড়িত...... সুবেদার এক কুম্পানীর সিপাহি সমেত ছিল ৩২শে জৈষ্ঠ্য বেহার রাজ বাটিতে চড়াও হইয়া আমাকে ও শ্রী মাতা মহারানী কে পাকুড়িয়া জথাসর্ব্বস্য লুটিয়া লইল.......... .......
........ ....৺কুম্পানির আশ্রয় লইয়াছি সাহেবের মেহেরবানী ও মদদে প্রান রক্ষা পাইলাম জেমতে স্থির থাকি ও সর্ব্বার্থে রক্ষা পাই তাহা করিতেছেন ও করিতে অবধান হবেক................. ইতি ২৫ অগ্রহায়ণ
গোল সীল
শ্রীশ্রীম
হারাজা হ
রেন্দ্র নারা
য়ণ ভূপ
Comments
Post a Comment